অন্তর্বর্তী সরকার দীর্ঘ ও মধ্যমেয়াদি প্রকল্প বাস্তবায়ন করতে পারবে না: খন্দকার মোশাররফ

আরটিভি নিউজ

মঙ্গলবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৫ , ০১:২৪ পিএম


‘অন্তর্বর্তী সরকার দীর্ঘ ও মধ্যমেয়াদি প্রকল্প বাস্তবায়ন করতে পারবে না’

অন্তর্বর্তী সরকার দীর্ঘ ও মধ্যমেয়াদি প্রকল্প বাস্তবায়ন করতে পারবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সংস্কার কমিশনে দেওয়া বিএনপির প্রস্তাবনা নিয়ে ডাকা সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

খন্দকার মোশাররফ হোসেন বলেন, প্রত্যেক সংস্কারের বিষয় সরকারকে রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে জনবান্ধব প্রস্তাব গ্রহণ করতে হবে। 

বিজ্ঞাপন

তিনি বলেন, বিএনপি ক্ষমতায় এলে যুক্তরাজ্যের এনএইচএস বা জাতীয় সর্বজনীন স্বাস্থ্যসেবা এর আলোকে সর্বোচ্চ স্বাস্থ্য সেবা প্রাপ্তিতে প্রয়োজনীয় সকল পদক্ষেপ গ্রহণ করা হবে। 

বিএনপির এই নেতা আরও বলেন, ‘সবার জন্য স্বাস্থ্য’ এই নীতির ভিত্তিতে উন্নত কল্যাণকামী রাষ্ট্রে বিদ্যমান ব্যবস্থার আলোকে সকলের জন্য বিনামূল্যে স্বাস্থ্য সেবা পাওয়ার অধিকার নিশ্চিত করার লক্ষ্যে পদক্ষেপ গ্রহণ করা হবে।

খন্দকার মোশাররফ বলেন, ওষুধ শিল্প এতদিন আওয়ামী লীগের একজন ব্যক্তির কাছে কুক্ষিগত ছিল। আওয়ামী লীগ সরকারের দুর্নীতি ও অনিয়মের কারণে রোগীদের মধ্যে বিদেশমুখিতা বেড়েছিল। এতে ভেঙে পড়ে দেশের স্বাস্থ্যখাত।

বিজ্ঞাপন

এ সময় সংস্কার কমিশনে দেওয়া বিএনপির প্রস্তাবনা তুলে ধরেন তিনি। সেগুলো মধ্যে রয়েছে- প্রান্তিক জনগোষ্ঠীর জন্য ইউনিয়নভিত্তিক গ্রামীণ স্বাস্থ্য সহকারী নিয়োগ ও স্বাস্থ্য কার্ড প্রবর্তনসহ স্বল্প, মধ্যম ও দীর্ঘমেয়াদে সংস্কারের সুপারিশ। যার মধ্যে রোগী ও সেবা প্রদানকারীদের জন্য সমতাভিত্তিক আইন প্রণয়ন ও সব হেলথ কমপ্লেক্সকে ১০০ শয্যায় উন্নীতকরণ।

এছাড়া আগামী ৫ বছরের মধ্যে ওষুধ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করা। পাশাপাশি ওষুধ রফতানি ৫ বিলিয়ন ডলারে উন্নতিকরণের জন্য ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়।

Posted by Facebook on Date:

 

আরটিভি/আরএ/এআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission